11 May 2024 , 12:06:44 প্রিন্ট সংস্করণ
যে কোনো বয়সেই একা থাকাটা চ্যালেঞ্জিং। মানুষ প্রকৃতিগতভাবেই জীবনের সুখ-দুঃখের মুহূর্ত-অনুভূতি ভাগাভাগির জন্য সাহচর্য খোঁজে। মার্কিন নাগরিক আল গিলবার্টির বয়স ৭০। কয়েক বছর ধরে তিনি নিঃসঙ্গ। বছরের পর বছর একাকিত্বের ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছেন তিনি।
তাই সঙ্গী খুঁজতে গিলবার্টি বেছে নিয়েছেন অভিনব এক পন্থা। বিলবোর্ড ভাড়া করে বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলেছেন এই বৃদ্ধ।নিউইয়র্ক পোস্টের বরাতে নিউজএইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, গিলবার্টি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২০ ফুটের একটি বিলবোর্ড ভাড়া নিয়েছেন। যার খরচ সপ্তাহে ৪০০ ডলার। বিলবোর্ডে নিজের ছবি দিয়ে কিছু বার্তা লিখেছেন তিনি।
যার মূল কথা হলো গিলবার্টি একজন একাকী পুরুষ; বিয়ের জন্য একজন নারী খুঁজছেন। বিয়ে করে অন্যত্র যেতেও রাজি। বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে ভালো সাড়াও পাচ্ছেন তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই সপ্তাহে গিলবার্টি ৪০০টির বেশি ফোনকল ও প্রায় ৫০টি ইমেইল পেয়েছেন।
গিলবার্টি এক সন্তানের বাবা। তিনি জানিয়েছেন, ২০১৫ সাল থেকে একাকী জীবনযাপন করছেন। কর্মজীবনে ব্র্যান্ড প্রমোটার ছিলেন গিলবার্টি। এখন অবসরজীবন কাটাচ্ছেন। তার আশা, শিগগিরই নিজের জন্য সঠিক মানুষটি খুঁজে পাবেন।