রাজনীতি

আওয়ামী লীগ মোকাবেলায় অধিকতর কৌশলী

আওয়ামী লীগ মোকাবেলায় অধিকতর কৌশলী

বিএনপির জনসম্পৃক্ত ইস্যুর আন্দোলন মাঠেই মারা যাবে, কেননা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা রয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থাও নেয়া হচ্ছে। কাজেই সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় তিন সপ্তাহ চুপচাপ থাকার পরে নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু করেছে বিএনপি।

তবে অতীতের শিক্ষা বিবেচনায় নিয়ে এবার দলটির মূল ফোকাস থাকছে জনসম্পৃক্ত ইস্যুতে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন ঠিকঠাক এগিয়ে নিতে পারলে সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশাবাদী বিএনপি। অন্যদিকে এই আন্দোলন মোকাবিলায় পাল্টা কর্মসূচি না দিয়ে অধিকতর কৌশলী ভূমিকা গ্রহণ করেছে আওয়ামী লীগ।

নির্বাচনের আগে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সহিংসতা ঠেকাতে মাঠ দখলে রেখেছিল আওয়ামী লীগ। নির্বাচনের পরেও বিরোধী দলটির কালো পতাকা মিছিলের ২৭ জানুয়ারি নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করতে দেখা গেছে ক্ষমতাসীনদের। এখন আবার দ্রব্যমূল্যের বিরুদ্ধে গিয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছে বিএনপি।

তবে এবার কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না বলে জানিয়েছেন ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে গত কয়েক বছর ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমেই বাড়ছে। এতে সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা আরও কঠিন হয়ে যাচ্ছে। ফলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

আর এই সুযোগ কাজে লাগিয়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে চাইছে বিএনপি।তবে তাদের আন্দোলন মাঠেই মারা যাবে, কেননা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা রয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থাও নেয়া হচ্ছে। কাজেই সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।

বিশ্লেষকরা বলেন, বিএনপি এতোদিন শুধু দলীয় দাবিগুলো নিয়ে নিয়মিত কর্মসূচি দিয়েছে। জনসম্পৃক্ত কোনো ইস্যুতে জোরালোভাবে রাজপথে পাওয়া যায়নি দলটিকে। এখন কোনো উপায় না পেয়ে নিজ স্বার্থেই মনোযোগী হয়েছেন তারা। তবে শেষ পর্যন্ত সফলতা আসে কিনা সেটাই দেখার বিষয়।

আরও খবর

Sponsered content