জাতীয়

গুজব ছড়িয়ে গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিচ্ছে বিএনপি

আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে উসকানি দিচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৮ অক্টোবর কাকরাইলে সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজধানীর মধুবাগে দেখতে গিয়ে তিনি মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আমাদের এক পুলিশ সদস্যকে ইট-পাটকেল মেরে, পিটিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। এমনভাবে হত্যার পর তারা হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা গাড়ি পুড়িয়েছে। সবচেয়ে বড় কথা, তারা শ্রমিকদের উসকানি দিচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের বলতে চাই, আপনাদের ওয়েজ বোর্ডের ব্যাপারে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী আপনাদের পাশে সব সময় ছিলেন, আছেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহিলা আওয়ামী লীগের নেতারা শান্তি সমাবেশে যাচ্ছিলেন। বিএনপির কর্মীরা তাদের পিটিয়েছেন।

বলতে লজ্জা হচ্ছে, কাপড় ছিঁড়ে ফেলেছেন। দেশের ইতিহাসে প্রথম নারীদের ওপর এমন হামলা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস।মন্ত্রী আরও বলেন, আমি মগবাজার হাসপাতালে দুজনকে মুমূর্ষু অবস্থায় দেখে এসেছি। আরও নারী আক্রান্ত হয়েছেন, যাদের আমি এখন দেখতে যাবো।

আমরা হামলাকারীদের প্রতি ঘৃণা জানাই। এভাবে পুলিশ হাসপাতালে হামলার ঘটনায় আমার গাজার কথা মনে পড়ছে। যেভাবে সেখানে হামলা করা হয়েছে, আমাদের এখানেও সেভাবে হামলা করা হচ্ছে। এমন হামলা সভ্য জগতে অসম্ভব।

%d bloggers like this: