আন্তর্জাতিক

গাজাতে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারেরও বেশি মানুষ

নবম দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান সংঘাত। সপ্তাহ পার হলেও গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তেই ভেঙে পড়ছে বহুতল ভবন।

পুরো গাজা উপত্যকা জুড়ে বর্তমানে কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার। ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দল। খবর রয়টার্স

এক বিবৃতিতে দলটি জানায়, ভবনগুলোতে আঘাত হানার ২৪ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে অনেককে জীবিত উদ্ধার করা হয়েছে। অনেককে আবার গুরুত্বর আহত বা মৃত অবস্থায় বের করা হয়েছে।

তবে এখনো অনেক ধ্বংসস্তূপের নিচে হাজারও ফিলিস্তিনি নিখোঁজ বা আটকে রয়েছেন।এদিকে গাজা শহরের অব্যাহত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি খালি বাড়িতেও বোমাবর্ষণ করছে তারা।

যার ফলে সেসব বাড়ি ধ্বংস হয়ে আশেপাশের ভবন ও ঘরবাড়িকেও ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় পরিবারের প্রতিটি সদস্য নিহত হওয়ার কারণে গাজার ৫০টি পরিবার নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে। গাজায় ইসরায়েলি অবিরাম বোমা হামলায় ২৬৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং কমপক্ষে ৯৬০০ জন আহত হয়েছে।

আরও খবর

Sponsered content