জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ২৪ ঘণ্টায় আবারও সংকটাপন্ন হয়ে পড়েছে। দলের শীর্ষ নেতাদের ভাষায়, রোববার রাত থেকে তাঁর অবস্থা “খুব ক্রিটিক্যাল”-এমনটাই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া এখন ভেন্টিলেশন সাপোর্টে আছেন এবং জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

আজম খান বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল। জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া কিছু বলার নেই।”

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের পাশাপাশি চীনের বিশেষজ্ঞদেরও চিকিৎসায় যুক্ত হওয়ার তথ্য মিলেছে। তবে চীনের চিকিৎসক দল ঢাকায় কবে পৌঁছাবে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। দলের একটি সূত্র বলছে, অ্যাডভান্স টিম আসলেও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিকটা আশার বার্তা দেন।

তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। গণমাধ্যমে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, অনেকটাই সঠিক নয়। বিভ্রান্ত হবেন না।’

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে দেবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ছড়িয়ে পড়ার পর গত কয়েক দিনে ঢাকাসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করছেন। মোহাম্মদপুর, গুলশান, উত্তরা ও বিভিন্ন জেলায় গরু ও খাসি জবাই করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। হাসপাতালেও রাজনৈতিক দলের বিভিন্ন নেতার উপস্থিতি ছিল।

মোহাম্মদপুরের এক দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এভারকেয়ারের আইসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। অনেকে নানা কথা বলছেন, বিভ্রান্ত হবেন না। আপনারা দোয়া করুন-আল্লাহ যেন তাঁকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও গণমাধ্যমকে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে। তিনি এখন হাসপাতালে। আমরা সবাই দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

ইতোমধ্যে বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানো নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। মিডিয়া সেলের শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কারও বক্তব্য গ্রহণযোগ্য নয়।

সোমবার রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক আহ্বান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা

২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া লিভারজনিত গুরুতর সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট ও সংক্রমণসহ একাধিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের মতে, তিনি ভেন্টিলেশন সাপোর্টেই আছেন এবং প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

দেশজুড়ে দোয়াপূর্ণ পরিবেশের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার পরবর্তী আপডেটের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশ।

আরও খবর

Sponsered content