অপরাধ বার্তা

খোকসায় ছেলের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ; সাব-রেজিস্ট্রি অফিসের সামনে প্রতিবাদ

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে পারিবারিক জমি নিয়ে চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। বৃদ্ধ পিতা লিয়াকত আলী বিশ্বাস (৭৫) অভিযোগ করেছেন তাঁর একমাত্র ছেলে ফিরোজ বিশ্বাস (২৫) জোরপূর্বক ১৬ বিঘা জমি লিখে নিয়েছে। এরপর ফিরোজ বিশ্বাস তার বাবা লিয়াকত আলী এবং দুই বিধবা বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী লিয়াকত আলীর পরিবার খোকসা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। হাতে দলিলের কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকেন তার তিন মেয়ে রেবেকা, ময়না ও চায়না। তারা জানান, বাবা জীবিত থাকতে তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিন মেয়ের নামে ১৭ শতক জমি লিখে দিতে চাইলেও ফিরোজ বাধা সৃষ্টি করে। ফলে নির্ধারিত রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত হয়ে যায়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফিরোজ প্রতারণার মাধ্যমে জমি লিখিয়ে নিয়েছে এবং এখন পরিবারের অন্য সদস্যদের জমির অংশ থেকেও বঞ্চিত করার অপচেষ্টা করছে। দলিল লেখক হিসেবে বাবুল মেম্বারের ছেলে রাজিব কাজটি সম্পন্ন করেন এবং এ বাবদ তাদের ৪৪ হাজার টাকা খরচ হয় বলে জানা গেছে। লিয়াকত আলীর বড় জামাতা এম.এ. বাড়ি বলেন, “বৃদ্ধ শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি আমার বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবং যতেœ আছেন। ফিরোজ এখন আর তার খোঁজখবর রাখে না।”

এ বিষয়ে ফিরোজ বিশ্বাসের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বাবার কাছ থেকে কিছু জমি পেয়েছি, আর বাকিটা টাকা দিয়ে কিনেছি। আগেও আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তবে এবারের অভিযোগটি সত্য নয়।” এ বিষয়ে এলাকাবাসী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা, যেন তারা ন্যায়বিচার পান।

আরও খবর

Sponsered content