জাতীয়

‘শাপলা’ মার্কায় আইনগত বাধা নেই, দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাঁরা আবেদন করেছেন। তিনি মনে করেন, মার্কা হিসেবে শাপলা পেতে আইনগত কোনো সমস্যা নেই।

রবিবার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদনের সকল কাগজপত্র জমা দেওয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপি দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করে কাগজপত্র দাখিল করেছে। তাঁরা তিনটি মার্কার জন্য আবেদন করেছেন—শাপলা, কলম ও মোবাইল। এর মধ্যে শাপলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জাতীয় প্রতীককে মার্কা হিসেবে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন পর্যালোচনা করে তাঁরা দেখেছেন, এতে কোনো বাধা নেই। জাতীয় ফল কাঁঠাল অন্য একটি দলের মার্কা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে কোনো সমস্যা না হওয়ায় তাঁরা এই প্রতীক চেয়েছেন। জাতীয় প্রতীকের মধ্যে শাপলা, ধানের শীষ ও তারকা রয়েছে। এর মধ্যে তারকা ও ধানের শীষ দুটি দলের মার্কা হিসেবে রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, শাপলা গ্রামবাংলার সাধারণ মানুষের কাছে পরিচিত। এনসিপি যেহেতু সাধারণ মানুষের দল, তাই তাদের জন্য কাজ করতে শাপলা প্রতীককে বেছে নেওয়া হয়েছে।

সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, তাঁরা সকল শর্ত পূরণ করে আবেদন করেছেন এবং কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এছাড়া, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এনসিপি এর আগে প্রবাসীদের জন্য যে প্রস্তাব দিয়েছে, সেটির উপর জোর দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content