18 June 2025 , 1:01:16 প্রিন্ট সংস্করণ
সাকী মাহবুব, পাংশা (রাজবাড়ীর) প্রতিনিধি :
রাজবাড়ী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আখরজানী গ্রামের মো. মেহেদী হাসানের একমাত্র ছেলে হাফেজ ফারহান লাবিব (১৪) গত ১৭ জুন জনপদ মোড়, স্বপ্নচূড়া বিল্ডিং, ১৩/৫ উত্তর পশ্চিম যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ঢাকা -১২০৪ থেক দুপুরের দিকে মাদ্রাসা সংলগ্ন বাসা থেকে জোহরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফারহান লাবিব জামিয়া বাইতুন নুর উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদ্রাসার তাইসি জামায়াতের বা শাখার ছাত্র। । নিখোঁজ হওয়ার দিন তার পরনে ধূসর রঙের পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি ও চোখে কালো ফ্রেমের চশমা ছিল। হাফেজ ফারহান লাবিবের নিখোঁজে পরিবারে চরম উৎকণ্ঠা ও শোক বিরাজ করছে।
তাকে খুঁজে পেতে পরিবার-পরিজন, প্রতিবেশীসহ বিভিন্ন স্থানে ও আশপাশের জেলাগুলোতেও খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। ফারহান লাবিবের বাবা মেহেদী হাসান জানান, “লাবিব খুবই শান্ত স্বভাবের, কারও সঙ্গে কোনো ঝামেলায় জড়াত না। তার এভাবে হঠাৎ নিখোঁজ হওয়া আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে।” লাবিবের সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: ০১৭৭৭৫১১৩৬৩ ও ০১৭৫৩২০৯১৬০।
তামিমের বাবা জানান, “কেউ তার কোনো খোঁজ দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।”লাবিবের নিখোঁজে মাদ্রাসার শিক্ষক ও তার বন্ধুরা শোকাহত। এ ঘটনায় গত ১৭ জুন ঢাকার যাত্রাবাড়ী থানায় ফারহান লাবিবের বাবা একটি সাধারণ ডায়েরি (১৪৫২) করেছেন।








