অপরাধ বার্তা

কুমারখালীতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনাদি উচ্ছেদ

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়াও পাকা সড়কের উপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকান ঘর উচ্ছেদ করা হয়।

গত বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পৌণে ৪ টা পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার, পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও থানা পুলিশ।

জানা গেছে, পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে পাকা দোকান ঘর নির্মাণ করছিলেন স্থানীয় জলিল শেখের ছেলে জামাল উদ্দিন। খবর পেয়ে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙে তাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় সড়ক দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন অসাধু ব্যক্তিরা। এতে সড়ক সরু হয়ে যানযট ও জনদুর্ভোগ সৃষ্টি হতো। খবর পেয়ে অভিযানে চালিয়ে অন্তত অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়ে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সড়কের উপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকান ঘর উচ্ছেদ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content