11 September 2024 , 5:07:08 প্রিন্ট সংস্করণ
পালিত হচ্ছে বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দেয়া ভয়াবহ ‘নাইন ইলেভেন’ হামলার ২৩ বছর। নানা আয়োজনে দিনটিকে স্মরণ করছে মার্কিন নাগরিকরা।
স্মরণ করা হচ্ছে এই নারকীয় হামলায় হতাহতদের। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীদের বিমান হামলায় ধুলোয় মিশে যায় যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
যাত্রীবাহী বিমান ছিনতাই করে টুইনটাওয়ারসহ যুক্তরাষ্ট্রের চার জায়গায় চালানো হয় হামলা। প্রাণ হারায় অন্তত ৩ হাজার মানুষ।
ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করেছিল ওসামা বিন লাদেনের নেতৃত্বধীন সংগঠন আল কায়েদা। এ ঘটনার জেরেই আফগানিস্তান যুদ্ধ পরিচালনা করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে মার্কিন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন।