19 September 2023 , 3:02:51 প্রিন্ট সংস্করণ
পুলিশ কিংবা শাস্তির হাত থেকে বাঁচতে সবসময়ই নিত্যনতুন কৌশল অবলম্বন করেন অপরাধীরা। অনেক ক্ষেত্রে তাদের এসব কর্মকাণ্ড তাক লাগিয়ে দেয় আইন রক্ষায় নিয়োজিত সদস্যদের। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ব্রাজিলের শহর ইতাবিরাতে।
সেখানে গ্রেপ্তার থেকে বাঁচতে বিদ্যুতের খুঁটিতে উঠে প্রায় ২৪ ঘণ্টা বসে ছিলেন এক চোর। এদিকে তার জীবন বাঁচাতে এ পুরো সময় ধরে বিদ্যুৎহীন থাকতে হয়েছে এলাকাবাসীকে।
ব্রাজিলের দৈনিক এসটাডো দে মিনাসের বরাতে সৌদিভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলছে, গত শুক্রবার ৩৮ বছর বয়সী ওই অপরাধীকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে গ্রেপ্তার করতে যায় পুলিশ।
তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগ ছিল। তবে এ থেকে রক্ষা পেতে বিচিত্র এক পথ আবিষ্কার করেন ওই ব্যক্তি। পুলিশকে দেখেই তিনি বাড়ির ছাদে উঠে যান এবং সেখান থেকে প্রায় ১০ মিটার উচ্চতার একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন।
তাকে বারবার নামতে বলা হলেও শনিবার বিকেল পর্যন্ত তিনি সেখানেই থাকেন। প্রায় ২৪ ঘণ্টা পর খুঁটি থেকে নেমে আসেন তিনি। পরে তাকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল ও পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।