জাতীয়

উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই

বঙ্গোপসাপরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এ জন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

রবিবার সকালে আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর গতকাল রাত ১টা ৩ মিনিটে কালিংগোপাত্তামের কাছ দিয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।

এটি আরও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content