জাতীয়

বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২ হাজার কোটি টাকার বেশি ক্ষতি বললেন উপদেষ্টা

দেশে চলমান ভয়াবহ বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুই হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। তবে সাময়িক এ সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।

তিনি বলেন, বন্যায় ১২ জেলায় ডিম-দুধসহ প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমান চারশত ১১ কোটি টাকা। আর মৎস্য খাতে ক্ষতি ১ হাজার পাঁচশত ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, এই খাতে ক্ষতিগ্রস্ত খামারী ও উদ্যোক্তাদের সহজ শর্তে ঋন দেয়া হবে। এনজিওগুলো বন্যায় যেন ঋনের কিস্তি আপাতত আদায় না করে সে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া কৃত্রিম সংকট তৈরী করে কেউ দুধ ও ডিমের দাম না বাড়ায় সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন আছে বলেও জানিয়েছেন তিনি।