আন্তর্জাতিক

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস মামলায় মুক্তি পেলেন ইমরান খান

ইসলামাবাদ হাইকোর্ট রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে (সাইফার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির কারাদণ্ড বাতিল করে করেছে।ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিচারপতি কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খান এবং কুরেশির করা আপিল গ্রহণ করেন ও তাদের বেকসুর খালাসের রায় দেন।শুনানিতে ইমরান খানের আইনজীবী বলেন, ভুয়া মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং বিচারপ্রক্রিয়া নিরপেক্ষে ছিল না। তবে হাইকোর্টের আদেশ সত্ত্বেও ইমরান খান ও কুরেশি জেল থেকে ছাড়া পাচ্ছেন না।

রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেন, পাকিস্তান ও পাকিস্তানের ২৫ কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে।সাইফার মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত।

আরও খবর

Sponsered content