লাইফ স্টাইল

চোখের ক্লান্তি দূর করবে শসা

চোখের ক্লান্তি দূর করবে শসা

অনেকেই রূপচর্চার ভরসা রাখেন শসার উপর। চোখের ওপর দিয়ে রাখেন এক টুকরো শসা। কিন্তু এই শসার টুকরো কিছুক্ষণ চোখের ওপর রেখে দিলে কী উপকার, তা কি জানেন? চোখের যত্নে অন্যতম কার্যকর উপাদান হিসেবে মনে করা হয় শসাকে।

চোখের ক্লান্তি দূর করতে এবং সতেজ ভাব আনতে সাহায্য করে শসা। চোখে শসা ব্যবহারের উপকারিতা দেখে নেওয়া যাক:

দিনভর কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করেন তাই না। তাহলে পাঁচ মিনিট ব্যয় করুন চোখের যত্নের জন্য। দুটো টুকরো শসা গোল করে কেটে পানিতে ভিজেয়ে ফ্রিজে রেখে দেবেন। কাজের শেষে শসার টুকরো দুটো চোখের পাতার ওপরে দিয়ে মাথাটা এলিয়ে নিন।

কিছুক্ষণেই সতেজ দেখাবে আপনাকে। চোখের তলার কালি বা ফোলা ভাব তো কমবেই, সঙ্গে শসার রসে উপস্থিত ভিটামিন ‘সি’ ক্রিমের মতো কাজ করবে।শসা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। চোখের চারপাশের যে চামড়া থাকে, তা পুরো শরীরের মধ্যে সবচেয়ে পাতলা।

চোখের চারপাশে শসা দিয়ে রাখলে এই ত্বক আর্দ্র হয়। এতে ত্বক কুচকে যাওয়া বা বলিরেখা দূর হয়।অনিদ্রা বা কাজের চাপ, রাত জেগে কাজ করা বা মানসিক চাপ চোখের নিচে ডার্ক সার্কেলের সমস্যা বাড়িয়ে তোলে।

এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, পাশাপাশি ক্ষতি হয় ত্বকেরও। এক্ষেত্রে মোক্ষম দাওয়াই হচ্ছে শসা।অনেকেই রূপচর্চার ভরসা রাখেন শসার উপর। চোখের ওপর দিয়ে রাখেন এক টুকরো শসা। কিন্তু এই শসার টুকরো কিছুক্ষণ চোখের ওপর রেখে দিলে কী উপকার, তা কি জানেন?

চোখের যত্নে অন্যতম কার্যকর উপাদান হিসেবে মনে করা হয় শসাকে। চোখের ক্লান্তি দূর করতে এবং সতেজ ভাব আনতে সাহায্য করে শসা।

চোখে শসা ব্যবহারের উপকারিতা দেখে নেওয়া যাক:

দিনভর কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করেন তাই না। তাহলে পাঁচ মিনিট ব্যয় করুন চোখের যত্নের জন্য। দুটো টুকরো শসা গোল করে কেটে পানিতে ভিজেয়ে ফ্রিজে রেখে দেবেন। কাজের শেষে শসার টুকরো দুটো চোখের পাতার ওপরে দিয়ে মাথাটা এলিয়ে নিন।

কিছুক্ষণেই সতেজ দেখাবে আপনাকে। চোখের তলার কালি বা ফোলা ভাব তো কমবেই, সঙ্গে শসার রসে উপস্থিত ভিটামিন ‘সি’ ক্রিমের মতো কাজ করবে।শসা প্রাকৃতিক ময়েশ্চারাইজার।

চোখের চারপাশের যে চামড়া থাকে, তা পুরো শরীরের মধ্যে সবচেয়ে পাতলা। চোখের চারপাশে শসা দিয়ে রাখলে এই ত্বক আর্দ্র হয়। এতে ত্বক কুচকে যাওয়া বা বলিরেখা দূর হয়।

অনিদ্রা বা কাজের চাপ, রাত জেগে কাজ করা বা মানসিক চাপ চোখের নিচে ডার্ক সার্কেলের সমস্যা বাড়িয়ে তোলে। এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, পাশাপাশি ক্ষতি হয় ত্বকেরও। এক্ষেত্রে মোক্ষম দাওয়াই হচ্ছে শসা।