জাতীয়

কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না বিজিবি সদস্যদের বললেন প্রধানমন্ত্রী

কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না বিজিবি সদস্যদের বললেন প্রধানমন্ত্রী

শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মার্চ) সকালে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশমাতৃকা রক্ষায় সদা অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকরোধ ও দেশের অভ্যন্তরে অগ্নি-সন্ত্রাসসহ বিভিন্ন ভূমিকা রেখেছে তারা।

বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে যাবে বিজিবি- এটাই আমার প্রত্যাশা।সরকারপ্রধান বলেন, বিজিবিকে বিশ্বমানের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

বিজিবি হবে স্মার্ট বাহিনী। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য আমরা নানা পদক্ষেপ হাতে নিয়েছি।তিনি বলেন, কারও কাছে যেন হাত পাততে না হয় এজন্য দেশের প্রতিটি মানুষকে উৎপাদনমুখী হতে হবে। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ।

আরও খবর

Sponsered content