বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ডুডলে ব্যাঙ নিয়ে এলো লিপ ডে

গুগল ডুডলে ব্যাঙ নিয়ে এলো লিপ ডে

ইংরেজি ক্যালেন্ডারের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারি। প্রতি ৪ বছর পরপর ২৮ দিনের বদলে ২৯ দিনের হয়ে থাকে। আর ২৯তম দিনটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ডে। ২০২৪ লিপইয়ারের লিপ ডে-তে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল নিয়ে এসেছে দারুণ এক ডুডল।

পৃথিবীকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তা ফুটে উঠেছে এবারের ডুডলে।ডুডলে দেখা যাচ্ছে, পানিতে ২৮ ও ১ লেখা দুই পাথরের মাঝে একটি পাতা। যেখানে লাফ দিয়ে এসে বসেছে একটি ব্যাঙ যার গায়ে ২৯ লেখা। ব্যাঙটি ডাকতেই ২৯ বড় আকারে দেখা যাচ্ছে।

সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণের সত্যিকারের সময়ের সঙ্গে ক্যালেন্ডারের হিসাবের মিল রাখতে আসে লিপ ইয়ার। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে।

কিন্তু যদি ৩৬৫ দিনে বছর ধরি, তাহলে চার বছর পর দেখা যাবে ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময় কম হিসাব করা হয়েছে। এই সমস্যা দূর করার জন্য প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, বিশেষ আবিষ্কার, ইতিহাস-ঐতিহ্য, বিশেষ খাবার প্রভৃতি নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সাথে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকে বলা হয় ডুডল।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

২০২৪ অধিবর্ষে পৃথিবীকে ও প্রকৃতিকে রক্ষা করতে আরও কাজ করার জন্য একটি অতিরিক্ত দিন পাওয়া গেল এই ডুডল বুঝি তা ই বুঝিয়ে দিল।