জাতীয়

এবার আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট

রাজধানীর সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করা হয়।

এ ছাড়া বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার ও আহত, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়েও রিট করা হয়েছে।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌন ১০টায় বেইলি রোডের গ্রিনকজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।

এ ঘটনায় ৪৬ জন মারা গেছেন। এখনো আশঙ্কাজনক অবস্থা আছেন আরও ১১ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে ২০ পুরুষ, ১৮ নারী ও ৮ জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: