20 February 2024 , 5:32:32 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনার এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে যেকোনো ধরনের নাশকতা রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, শহিদ মিনারের আশেপাশে সাদা পোশাকে থাকবে র্যাবের গোয়েন্দা সদস্যরা। এছাড়া ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা রাখা হবে নজরদারির মধ্যে।
যেকোনো উসকানি নিয়ন্ত্রণে ভার্চুয়াল জগতে র্যাবের সাইবার টিম কাজ করবে। কেন্দ্রীয় শহিদ মিনারের পাশাপাশি সারাদেশের সব অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব।