11 February 2024 , 1:17:22 প্রিন্ট সংস্করণ
পৃথিবীর বিচিত্র জগতে কত ঘটনাই ঘটে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দিন দিন বাড়ছে ইঁদুরের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের উৎপাত। যা জীবনমান কমাচ্ছে এবং ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যের জন্য।
এ ইঁদুরকে এখন বিবেচনা করা হচ্ছে শহরের এক নম্বর শত্রু হিসেবে।এমন পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের মেয়র প্রথমবারের মতো ইঁদুর দমন কর্মকর্তা নিয়োগ করেছেন, যার বেতন শুনলে চোখ কপালে উঠবে যে কারও।
ক্যাথলিন কোরাডি নামের ওই কর্মকর্তা ইঁদুর দমনের জন্য বার্ষিক বেতন পাবেন ১ লাখ ৫৫ হাজার ডলার অর্থাৎ ১ কোটি ৬৩ লাখ টাকা।ক্যাথলিন একজন সাবেক স্কুলশিক্ষক।
তার নিয়োগের বিষয়ে মেয়র এরিক অ্যাডাম বলেন, জনগণের এক নম্বর শত্রু ইঁদুর দমনে নিউইয়র্ক অনেক চেষ্টা করেছে। কিন্তু কাজ হয়নি। এতে প্রমাণিত, শহরে ইঁদুর দমনের উদ্যোগের নেতৃত্ব দিতে একজনকে খুবই দরকার আমাদের।
আর সে কাজের জন্য আমরা ক্যাথলিনকে বেছে নিয়েছি। ক্যাথলিনের দায়িত্ব হবে ইঁদুর দমনে একটি পরিকল্পনা করা, যার মাধ্যমে শহরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইঁদুরের ঘাঁটি শনাক্ত করবে এবং তাদের খাদ্যের উৎস বন্ধ করার মাধ্যমে নির্মূল করবে।
গত বছর সেপ্টেম্বর পর্যন্ত শহরে ২১ হাজার ৬০০ ইঁদুর-সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে, যা আগের বছর ২০২০-এর একই সময়ের চেয়ে ৭৪ শতাংশ বেশি।