জাতীয়

রাবিতে নির্মাণাধীন ভবনে ধস আটকা কয়েকজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। সেখানে আটকা পড়েছেন কয়েকজন। ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

নির্মাণাধীন ওই ভবনে কর্মরত শ্রমিকদের ভাষ্যমতে, ১২ জন কর্মচারী ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে ধসে পড়ে ছাদটি। এসময় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো ২ থেকে ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তালা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক।

এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

%d bloggers like this: