বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে হ্যাকার থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখবেন

যেভাবে হ্যাকার থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখবেন

ডিজিটাল প্রযুক্তির যুগে অধিকাংশ মানুষই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। আপাতদৃষ্টিতে স্মার্টফোন আপনার সহায়ক হলেও অনেক ক্ষেত্রে এই ডিভাইসটি আপনার নিরাপত্তাহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই স্মার্টফোন নিয়মিত ডিভাইস আপডেট রাখা উচিত।

কারণ, এটি ডিভাইসকে বিভিন্ন ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তবে সাবধান থাকতে হবে প্রতারকরা মাঝে মধ্যেই ভুয়া আপডেটের মাধ্যমেও বিভিন্ন রকম প্রতারণা করে থাকে।এক্ষেত্রে আপনি যদি গুগল ক্রোম এবং সাফারি ব্রাউজার আপডেট করতে চান তাহলে সতর্ক থাকতে হবে।

কারণ, গুগল ক্রোম এবং অ্যাপল সাফারি ব্রাউজারে ভুয়া আপডেট ফাইল ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর এই ভুয়া আপডেটের করণে অ্যাটমিক স্টিলার ম্যালওয়্যার (এএমওএস) ব্যবহারকারীদের সিস্টেমে প্রবেশ করতে পারে।

অ্যাটমিক স্টিলার ম্যালওয়্যার (এএমওএস) কি?

এএমওএস হলো এমন এক ম্যালওয়্যার যা, ম্যাক সিস্টেম থেকে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য ফাইল চুরি করতে পারে। সাধারণত, হ্যাকাররা উইন্ডোজ ব্যবহারকারীদের টার্গেট করে থাকে, তবে এবার তারা ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করার জন্য এএমওএস ম্যালওয়্যার ব্যবহার করছে। সম্প্রতি সাইবার সিকিউরিটি ফার্ম জানিয়েছে, এএমওএস ম্যালওয়্যার ক্লিয়ারফেকের মাধ্যমে এমএসিওএস ব্যবহারকারীদের কাছে ছড়িয়ে দেয়া হচ্ছে।

যেভাবে প্রতারণা করা হচ্ছে?

মূলত হ্যাকাররা ক্রোম এবং সাফারি বরাউজারের ডাউনলোড পেজের একটি ক্লোন তৈরি করেছে। যেগুলো হুবহু আসল ডাউনলোড পেজের মতোই দেখতে। আর এই ভুয়া ডাউনলোড পেজে ক্লিক করার পরে, ব্যবহারকারীদের ম্যাকবুকে.ডিএমজি ফাইল ডাউনলোড করতে বলা হয়। তারপর ইনস্টলেশনের সময় এটি অ্যাডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড চাওয়া হয়। আর একবার ম্যালওয়্যারটি ইনস্টল হয়ে গেলে প্রতারকরা সমস্ত ধরনের পাসওয়ার্ড এবং ফাইল অ্যাক্সেস করা শুরু করে।

যেভাবে নিরাপদ থাকবেন

যদি এই ম্যালওয়্যার থেকে নিজের ডিভাইসটি সুরক্ষিত রাখতে চান তাহলে, কোনো তৃতীয় পক্ষ সোর্স থেকে ক্রোম এবং সাফারি ব্রাউজার আপডেট করবেন না। ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহারের সময় আপডেটের জন্য নোটিফিকেশনগুলো এড়িয়ে চলতে হবে। কখনোই নিজের ডিভাইসে কোনো অপরিচিত সোর্স থেকে আসা ইনস্টলার ইনস্টল করা যাবে না।