27 November 2023 , 2:13:34 প্রিন্ট সংস্করণ
সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। তবে ভারতের এক নারীর মুখে আছে ৩৮টি দাঁত। আর এই কারণে কল্পনা বালান নামে ওই নারীর নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, কল্পনা বালানের নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। সাধারণ প্রাপ্তবয়স্কদের থেকে ছয়টি দাঁত বেশি থাকায় তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।
কল্পনা জানান, অতিরিক্ত দাঁতের জন্য কোনো ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময়ই ভেতরের দাঁতে খাবার আটকে যায়। তখন শুরু হয় ভোগান্তি।
কল্পনার পরিবার ছোটবেলায় তার অতিরিক্ত অপসারণ করতে চাইলেও চিকিৎসক তাকে বড় হওয়ার জন্য অপেক্ষা করতে বলে। পরবর্তীতে তিনি আর দাঁত অপসারণ করেননি।রেকর্ডের বিষয়ে কল্পনা বলেন, আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি।
এটা আমার সারাজীবনের অর্জন।ভবিষ্যতে কল্পনার এই রেকর্ড আরও বাড়তে পারে বলেও জানাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তারা বলছে, ওই নারীর মুখে আরও দুটি দাঁত গজাচ্ছে। ওগুলো বড় হলে দাঁতের সংখ্যা বৃদ্ধি পাবে।