আন্তর্জাতিক

এবার গাজায় হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভে বাংলাদেশিরাও

গাজায় ইসরায়েলি হামলা ও বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও যুদ্ধবিরতি আহ্বানে শুক্রবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরাও বিক্ষোভ র‌্যালি করেছেন।

জুমার নামাজ শেষে প্রায় সব মসজিদ থেকে মুসল্লিরা র‌্যালিতে যোগ দেন। নিউ ইয়র্কে প্রবাসীদের সবচেয়ে বড় মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’, জেবিবিএর উদ্যোগে জ্যাকসন হাইটস জামে মসজিদসহ বাংলাদেশিদের পরিচালিত বিভিন্ন মসজিদ থেকে র‌্যালি বের হয়।

এতে নারীরাও অংশ নেন।একই সময়ে নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ার, টাইমস স্কোয়ার, মেডিসন স্কোয়ার গার্ডেন, ব্রায়ান পার্ক এলাকায় শতসহস্র মানুষ ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে জড়ো হন এবং প্রেসিডেন্ট বাইডেন, নিউ ইয়র্কের স্টেট গভর্নর ক্যাথি হোকুল এবং সিটি মেয়র এরিক এডামসের সমালোচনা করেন নিরীহ ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্য।

গত কয়েকদিনের মতো এ দিনও বেশ কিছু বিক্ষোভকারী নিউ ইয়র্ক টাইমস অফিসের সামনে গিয়ে ফিলিস্তিনের প্রকৃত তথ্য উপস্থাপনের দাবি জানান।উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, পেনসলিভেনিয়া, লসএঞ্জেলেস, টেক্সাস, মিশিগানেও হাজার হাজার মানুষ রাজপথে মিছিল করেন।

এছাড়া নিউ ইয়র্কে কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর অফিসের সামনে গায়েবানা জানাজায় অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসীসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের লোকজন। এছাড়া ব্রুকলিনে কংগ্রেসে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা হাকিম জেফরিসের অফিসের সামনেও বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: