7 September 2024 , 2:46:53 প্রিন্ট সংস্করণ
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বেইতা শহরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন টার্কিশ-আমেরিকান কর্মী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনার পর ওই মানবাধিকারকর্মীর হত্যার বিষয়ে ‘পূর্ণ তদন্তের’ আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত মানবাধিকারকর্মী ২৬ বছর বয়সী আইসেনুর ইজগি আইগি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে এ অঞ্চলে গুলি চালানোর ফলে যে বিদেশী নাগরিক নিহত হয়েছে, সেই ঘটনার প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে।
রাফিদিয়া হাসপাতালের পরিচালক ফুয়াদ নাফা বলেন, মার্কিন নাগরিকত্ব ধারণ করা ওই নারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসা হয়।আমরা তাকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করেছি। কিন্তু মাথায় গুলিবিদ্ধ হবার কারণে তার মৃত্যু হয়,” নাফা বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে নাবলুসের দক্ষিণে বেইতা পাহাড়ে অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের একটি দলকে লাইভ গুলি চালায় ইসরায়েলি সৈন্যরা। সেই বিক্ষোভে সক্রিয় ছিলেন আয়েনুর ইজগি আইগি।