জাতীয়

নাশকতাকারীদের ধরিয়ে দিতে ডিএমপির পুরস্কার ঘোষণা

হরতাল-অবরোধে পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে এই পুরস্কার ঘোষণা করেন তিনি।

অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান বলেন, হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে নাশকতাকারীদের গ্রেফতারে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি।

আরও খবর

Sponsered content