ভিন্ন স্বাদের খবর

এবার প্রেম বাঁচাতে সংসদ ছাড়লেন স্পিকার-এমপি

প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ত্যান চুয়ান জিন এবং এমপি চেন লি হুই। আর সেই সম্পর্ক স্বীকার করে নিয়ে সংসদ থেকে পদত্যাগ করলেন দুজন।

সোমবার (১৭ জুলাই) রাজধানী সিঙ্গাপুর সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী লি সেইন লুং। তিনি বলেন, তারা দুজনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আমি তা গ্রহণ করেছি। খবর দ্য স্ট্রেইট টাইমসের।ত্যান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তিনি এবং এমপি চেন লি হুই উভয়েই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) শীর্ষ পর্যায়ের সদস্য।

২০২০ সাল থেকে তাদের মধ্যে ঘনিষ্টতার শুরু। সে সময় দলের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয় যেহেতু ত্যান চুয়ান জিন বিবাহিত।

তারা দলের শীর্ষ পর্যায়ের এই সিদ্ধান্ত তখন মেনে নিলেও পরে সরে আসেন। সম্প্রতি দেশে তাদের দুইজনের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বলা হচ্ছে, একের পর এক দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন পিএপি যখন বিপর্যস্ত, সে সময় বিবাহিত স্পিকারের সঙ্গে এমপির প্রেম নিয়ে বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন দুজন।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: