জাতীয়

রাজধানীতে ১৩ হাজার পুলিশ মোতায়েন সমাবেশকে কেন্দ্র করে

দুই বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা নাশকতারোধে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

বিপ্লব কুমার বলেন, রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার তা সবই করবে পুলিশ। এরই মধ্যে রাজধানীতে ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দেয় ডিএমপি।

গত ১৮ অক্টোবর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়।

এরপরই আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

উল্লেখ্য, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি চেয়েছিলো তবে তাদের অনুমতি দেয়নি ডিএমপি।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: