বিজ্ঞান ও প্রযুক্তি

গাড়ি আসার পর রাইড বাতিলে জরিমানা গুণবে না উবার

গাড়ি আসার পর রাইড বাতিলে জরিমানা গুণবে না উবার

অফিসে যাবেন। উবারে গাড়ি ডেকেছেন। অনেক সময় হলেও যানজট বা অন্য কোনো কারণে গাড়ি আসতে পারছে না। আবার গাড়িচালকের সঙ্গে কথা বলেও তাকে নিরাপদ মনে হচ্ছে না। আর তাই গাড়ি কাছাকাছি চলে আসলেও বাতিল করতে হচ্ছে উবার রাইড রিকোয়েস্ট। যে কারণে উবারকে কিছু অর্থ জরিমানাও দিতে হলো।

তবে আপনি কি জানেন, এই ধারণা সবসময় ঠিক নয়। একেবারে শেষ মুহূর্তে রাইড বাতিল করলেও কোনো অতিরিক্ত টাকা গুনতে হবে না! তবে সব ক্ষেত্রে নয়, কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।

উবার জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের অগ্রাধিকার। ভারত ও দক্ষিণ এশিয়ায় উবারের কাস্টমার এক্সপিরিয়েন্স পরিচালক মানসী চাড্ডা জানিয়েছেন, যদি কোনো যাত্রী চালককে দেখার পর অথবা তার সঙ্গে সাক্ষাতের পর নিজেকে নিরাপদ মনে না করেন তাহলে তিনি রাইড বাতিল করলেও তার থেকে কোন বাড়তি অর্থ নেওয়া হয় না।

তিনি বলেন, নিরাপত্তাই উবারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনারা যদি নিরাপত্তার অভাব অনুভব করেন, তাহলে চালক লোকেশনে পৌঁছনোর পরও তা বাতিল করতে পারেন।

তিনি জানিয়েছেন, এ জন্য প্রথমে ক্যানসেলেশন ফি নেওয়া হয়। কিন্তু যদি সংশ্লিষ্ট যাত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, তিনি টাকাটা রিফান্ড চান। সে জন্য কারণ হিসেবে নিরাপত্তার সংকটকে দেখান, তাহলে দ্রুত সেই টাকা তাকে ফেরত দিয়ে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content