জাতীয়

সমাবেশের অনুমতি দেবে না পুলিশ জামায়াতকে

আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের কাছে আবেদন করেছিল জামায়াত। কিন্তু জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে গতকাল সোমবার ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত।

চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ করতে চায় তারা।

তবে ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর বিএনপিকে কোন স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, মহাসমাবেশ করতে বিএনপিকে রাজধানীর একটি স্থান নির্ধারণ করে দেবেন ডিএমপি কমিশনার। সেখানেই বিএনপি সমাবেশ করবে বলে মনে করছেন ডিএমপির কর্মকর্তারা।