নির্বাচন এলে সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে। কিন্তু আপামর বাঙালির অসাম্প্রদায়িকতার কাছে তারা বারবার পরাজিত হয়। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১৪ অক্টোবর) সকালে মহালয়া উপলক্ষে বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশে নিরাপত্তা ও মানুষের সামর্থ্য আছে বলেই দিনদিন মণ্ডপের সংখ্যা বাড়ছে। ‘বাংলাদেশে সকল উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যোগ দেয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কারণে ধর্মের গণ্ডি পেরিয়ে উৎসবগুলো সার্বজনীন রূপ লাভ করে। এ সময় সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, দুঃখজনকভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে এর মূল বাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি।
Like this:
Like Loading...