আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত পরিবারসহ সিনেটর নিহত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দেশটির নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের সিনেটর, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির একজন সিনেট নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন ও এপির।

গ্র্যান্ড কাউন্টি শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিনেটর ডগ লারসেন বিমানটি চালাচ্ছিলেন। সঙ্গে ছিল তার স্ত্রী এমি ও দুই সন্তান। শেরিফের কার্যালয় থেকে বলা হয়, স্থানীয় সময় সাড়ে ৮টায় তারা একটি ফোন পায়। তাতে বলা হয় ক্যানিয়নল্যান্ডস আঞ্চলিক বিমানবন্দর থেকে এক বিমান উড্ডয়ন করেছে এবং পরবর্তীতে তা বিধ্বস্ত হয়েছে।

জরুরি পরিষেবা পরবর্তী সময়ে বিমানবন্দরের সীমান্তবর্তী একটি প্রত্যন্ত এলাকায় বিমানটিকে খুঁজে পান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে বিমানের পাইলট, নর্থ ডাকোটা রাজ্যের সিনেটর ডগলাস লারসেন, তার স্ত্রী এমি লারসেন এবং তাদের দুই ছোট সন্তান দুর্ঘটনায় নিহত হয়েছে।

নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম এই দুর্ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এতে তিনি গভীরভাবে ব্যথিত। বার্গাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সিনেটের লারসেন একজন বাবা, স্বামী, উদ্যোক্তা, কোচ, ব্যবসায়ী, স্টেট সিনেটর এবং একইসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন।