1 June 2025 , 9:34:45 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া-মির্জাপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় গতকাল (৩১ মে) শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে একটি ট্রাক ও লোকাল বাস ‘প্রভাতী ডিলাক্স’-এর মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে বাসটি পাশের জলে ডুবে গেলে হতাহত যাত্রীরা ছাদে উঠে প্রাণ রক্ষা করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা মেট্রো ড-১১-০১৮০ নম্বরের একটি ট্রাক ও প্রভাতী ডিলাক্স বাসের তীব্র সংঘর্ষের ফলে যাত্রীদের মধ্যে হাহাকার ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা। খবর পেয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করেন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খোকসা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, তারা প্রায় ৩০ জন আহতকে চিকিৎসা প্রদান করেছেন এবং গুরুতরদের রেফার্ড করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার হাতে থাকা স্বর্ণালংকারসহ সেই কাটা হাত কুষ্টিয়ায় প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখনো হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তাদের স্বজনদের অনেকেই এখনো এসে পৌঁছাননি। দুর্ঘটনার স্থানটি ঘিরে এখনো শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে, অনেকে প্রিয়জনের সন্ধানে ব্যাকুল।








