15 February 2025 , 4:50:36 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ, কুষ্টিয়ার কুমারখালী র্্েরসক্লাবের গৌরবময় ৪১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, র্যালী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রæয়ারি) প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরীকে (৬৭) ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান ও বার্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
বেলা ১১টায় কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে এই বার্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর, স্টেশনবাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। পরে পৌর বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা, গুণীজনদের সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়ায় বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, জেলা ও উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয় , যা কুমারখালীর ইতিহাসে এটাই প্রথম।
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী বলেন, ‘আমি খুশিতে আত্মহারা। ৬৭ বছরের জীবনে এত বড় সম্মান কোনোদিন পাইনি। প্রবীণরা যেসব কাজ করতে পারেননি, নতুন প্রজন্ম সেগুলোসহ ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা রাখি।’
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, কুষ্টিয়ার ইতিহাসে ইতোপূর্বে কখনও কোনো সাংবাদিককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়নি। আজকের আয়োজন ইতিহাস ও অনুস্মরণীয় হয়ে থাকবে।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এটি সবার জন্য আনন্দের।