কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কয়েকজন বাল্য বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নময় কুমারখালী”র উদ্যোগে তৃতীয় বছরের মত শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়েছে।
১৪ ফেব্রæয়ারী শুক্রবার বাদ জুমা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কেশবপুর লালনবাজার “হেরার আলো কোরআন শিক্ষা কেন্দ্র”র শিক্ষার্থীদের মাঝে এই কোরআন মাজীদ বিতরণ করা হয়। ৫০ জন শিক্ষার্থীদের মাঝে এবারও ১৮ জন কোরআন মাজীদ ধরলো। গত বছর ৪৫ জন অত্র কেন্দ্র থেকে কোরআন মাজীদ সবক নিয়েছিল।
পবিত্র কোরআন মাজীদ বিতরণ ও সবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ রেজাউল হক।
“স্বপ্নময় কুমারখালী”র সভাপতি সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এটিআর প্যাকেজিং এর পরিচালক রাকিবুল হাসান চুন্ন, সেক্রেটারি আসাদুজ্জামান খোকন, কোষাধক্ষ আরিফুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম।
কেন্দ্র শিক্ষক শরিফুল ইসলাম মিলনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আলাল মাহমুদ, লালনবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শহিদুল ইসলাম, হয়রত আলী, শফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, শিক্ষক সোহেল আজম প্রমূখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মাজীদ তুলে দেন।
Like this:
Like Loading...