বাণিজ্য

এবার দেশের বাইরে বাংলাদেশিদের লেনদেন বেড়েছে

দেশের বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের লেনদেন বেড়েছে। তবে খরচ কমেছে দেশে। চলতি বছরের জুনে দেশের বাইরে বাংলাদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫২৪ কোটি টাকা লেনদেন করেছেন, যা মে মাসে ছিল ৪৫৬ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশের বাইরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৬৮ কোটি টাকা বা ১৪ দশমিক ৯১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, এ সময় দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ২ হাজার ৭১৫ কোটি টাকা, যা মে মাসে ছিল ২ হাজার ৭৪২ কোটি টাকা। অর্থাৎ ক্রেডিট কার্ডে দেশের অভ্যন্তরে লেনদেন কমেছে ২৭ কোটি টাকা বা শূন্য দশমিক ৯৭ শতাংশ। জুনে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন বেড়েছে। এ সময় তারা ১৭৬ কোটি টাকা ব্যয় করেছেন, যা মে মাসে ছিল ১৬৯ কোটি টাকা।

অর্থাৎ বিদেশি নাগরিকরা দেশে ৭ কোটি টাকা বেশি ব্যয় করেছেন।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুনে বাংলাদেশিরা বিদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোয় খরচ করেছেন ১৫৭ কোটি, খুচরা দোকানে ৮৬ কোটি, নগদ উত্তোলন ২৫ কোটি, ফার্মেসিতে ৬৫ কোটি, কাপড় কেনায় ৪৫ কোটি, পরিবহনে ৪৯ কোটি, ব্যবসায় সেবা বাবদ ৪১ কোটি, সরকারি সেবায় ২১ কোটি, প্রফেশনাল সার্ভিস ১৭ কোটি ও ইউটিলিটি বাবদ ১৩ কোটি টাকা।

সব মিলিয়ে দেশের বাইরে বাংলাদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫২৪ কোটি টাকা লেনদেন করেছেন। এ সময় বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন ভারতে, ৯২ কোটি টাকা। এরপর যুক্তরাষ্ট্রে ৭৭ কোটি ও সৌদি আরবে ৪৯ কোটি টাকা। এই তিন দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করেছেন থাইল্যান্ডে, খরচ করেছেন ৪৪ কোটি টাকা এবং ইউএইতে ২১ কোটি। এ ছাড়া, যুক্তরাজ্যে ৩৫ কোটি, সিঙ্গাপুরে ৩৬ কোটি, কানাডায় ২৯ কোটি, মালয়েশিয়ায় ২২ কোটি, আয়ারল্যান্ডে ১২ কোটি, অস্ট্রেলিয়ায় ১৪ কোটি ও অন্যান্য দেশে ৭৩ কোটি টাকা।

একই সময়ে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১ হাজার ৩৯৩ কোটি, খুচরা দোকানে ৩৫৬ কোটি, ইউটিলিটি বাবদ ২৪৩ কোটি, নগদ উত্তোলন ১৮৯ কোটি, কাপড় কেনায় ১৫৪ কোটি, ফার্মেসিতে ১২৯ কোটি, ফান্ড স্থানান্তর ৮৪২ কোটি, পরিবহনে ৮২০ কোটি, বিজনেস সার্ভিস ৫৬২ কোটি, প্রফেশনাল সার্ভিস ১৪৪ কোটি ও সরকারি সেবায় ১১৫ কোটি টাকা।

এ ছাড়া, দেশের ভেতর জুনে ভিসা কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ১ হাজার ৯৬৬ কোটি টাকা, মাস্টার কার্ডের মাধ্যমে ৪৬৩ কোটি, অ্যামেক্সে ২৮১ কোটি টাকা, ডাইনার্সে ২ কোটি টাকা, কিউক্যাশ প্রোপ্রাইটরের মাধ্যমে ৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ১৭৮ কোটি টাকা। এর মধ্যে মার্কিন নাগরিকরা খরচ করেছেন ৪৫ কোটি, যুক্তরাজ্যের নাগরিকরা ১৮ কোটি, ভারতীয়রা ২০ কোটি, অস্ট্রেলিয়ানরা ৬ কোটি, কানাডার নাগরিকরা ৭ কোটি, সিঙ্গাপুরের নাগরিকরা ৬ কোটি, জাপানিরা ৭ কোটি, ইউএইর নাগরিকরা ৫ কোটি, চীনারা ৪ কোটি, সৌদি নাগরিকরা ৪ কোটি, ইতালির নাগরিকরা ৩ কোটি টাকা। অন্যান্য দেশের নাগরিকরা খরচ করেছেন ৪১ কোটি টাকা।

আরও খবর

Sponsered content