জাতীয়

নিজ দেশের নাগরিকদের ঘরে থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

সমগ্র বাংলাদেশে চলছে কোটা সংস্কারের আন্দোলন। সেই আন্দোলনে দেশজুড়ে চলছে ব্যাপক গোলযোগ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এরইমধ্যে নিহত হয়েছে বেশ কয়েকজন। আহত অসংখ্য। এমতাবস্থায় বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন।

রাজধানী ঢাকাসহ অনন্য বিভাগীয় শহরগুলোতে চলা ক্রমবর্ধমান অস্থিরতার কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে। ভারতীয় নাগরিক ও বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি জরুরি পরামর্শ জারি করেছে তারা।চলমান অস্থিতিশীল পরিস্থিতির আলোকে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনগুলিতে নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর স্থাপন করেছে।

শিক্ষার্থী ও নাগরিকদের যেকোনো প্রয়োজনে উক্ত নাম্বারগুলোতে ফোন দিয়ে সহায়তা চাইতে বলা হয়েছে।ভারতীয় হাই কমিশন, ঢাকা : +880-1937400591 (এছাড়াও হোয়াটসঅ্যাপে) ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম: +880-1814654797 / +880-1814654799 (এছাড়াও হোয়াটসঅ্যাপে), সিলেট: +880-1313076411 (হোয়াটসঅ্যাপে), খুলনা: +880-1812817799 (এছাড়াও হোয়াটসঅ্যাপেও) যোগাযোগ করতে বলা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের সংবাদে বলা হয়েছে, ভারত সরকার বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। কাজেই বাংলাদেশে অবস্থিত ভারতের সকল নাগরিককে ভ্রমণ পরামর্শ মেনে চলার ও জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন বা সহকারী হাই কমিশনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।