ভিন্ন স্বাদের খবর

আবারও হাসতে হাসতে বেহুঁশ এক যুবক

হাসিই নাকি সবচেয়ে সেরা ওষুধ, একথা বলে থাকেন সবাই। এটা বিশ্বাসও করেন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত হাসির কারণে হাসপাতালে যাওয়াসহ অপ্রত্যাশিত পরিণতি ঘটে। সম্প্রতি তেমনই একটি ঘটনা খবরের শিরোনাম হয়েছে।

ভারতের ৫৩ বছর বয়সী এক ব্যক্তি টিভি দেখার সময় হাসতে হাসতে বেহুঁশ হয়ে গেছেন।হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার জানিয়েছেন, ওই ব্যক্তি হাস্য-প্ররোচিত সিনকোপ নামে একটি বিরল রোগে ভুগছিলেন।

যেটার কারণে অতিরিক্ত হাসিতে মানুষ জ্ঞান হারায়।জানা গেছে, পারিবারিক সময় উপভোগকালে ওই ব্যক্তি চা পান করছিলেন এবং টেলিভিশনে জনপ্রিয় একটি কমেডি শো দেখছিলেন।

শোটি এতই মজাদার ছিল যে, তিনি কয়েক মিনিট পর্যন্ত হাসি থামাতে পারেননি। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।

ডা. সুধীর কুমার জানিয়েছেন, এ ঘটনার পর ওই ব্যক্তির মেয়ে বাবার হাতে কয়েকবার ঝাঁকুনি লক্ষ করেন। পরে তিনি অ্যাম্বুলেন্স ডাকেন। অবশ্য কিছুক্ষণ পর তিনি কিছুটা স্বস্তি পেয়ে চোখ খোলেন এবং সবাইকে চিনতে পারেন।

%d bloggers like this: