ভিন্ন স্বাদের খবর

বিছানার মধ্যে সাপদের আদর করে ঘুম পড়াচ্ছেন সুন্দরী যুবতী

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিও এক মহিলাকে দেখা গিয়েছে, সাপকে জড়িয়ে ধরে বিছানায় বসে আছেন। আর সেই ভিডিও দেখার পর নেটপাড়ার লোকজন কীরকম যেন খাটে উঠতেই ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন!সাপ এমনই এক ভয়ঙ্কর প্রাণী, যাকে আপনি চিড়িয়াখানার খাঁচায় দেখুন আর আপনার সামনে হামাগুড়ি দিতে দেখুন— একই অনুভূতি হবে আপনার।

খুব ভয়, অথবা গা শিরশির করে উঠবে।কিন্তু সেই ভয়ঙ্কর সাপকেই যদি কেউ সোহাগে জড়িয়ে ধরে আদর করে, কীরকম লাগবে বলুন তো! আদিখ্যেতা বলার অবকাশটুকু পাবেন না, প্রচণ্ড ভয়ে সেই মানুষটার সামনে থেকে হাপিশ হয়ে যাবেন!এমন কোনও বন্ধু আপনার আছে নাকি, বা পরিচিত এমন কেউ আছেন, যিনি সাপকে জড়াজড়ি করে রাতে ঘুমাতে যান।

আপনার কাছে যদি না থাকে, আমরা তেমন একটা মানুষকে খুঁজে পেয়ে গিয়েছি। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিও এক মহিলাকে দেখা গিয়েছে, সাপকে জড়িয়ে ধরে বিছানায় বসে আছেন। আর সেই ভিডিও দেখার পর নেটপাড়ার লোকজন কীরকম যেন খাটে উঠতেই ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন!

ইনস্টাগ্রামে @rekharani8717 নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সাধারণত সুনীতা বাই নামে এক মহিলার ভিডিও শেয়ার করা হয় এই পেজ থেকে। প্রায় ২৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর।

বিভিন্ন সময় ইনস্টাগ্রামের হরেক কিসিমের ভিডিও শেয়ার করে থাকেন। তার মধ্যে বেশিরভাগই হয় সাপেদের নিয়ে তাঁর অদ্ভুত কার্যকলাপের কাণ্ডকারখানা। ভিডিওগুলি দেখলে আপনার মনে হবে, সাপের সঙ্গে মানুষের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাবা যায় না!

আরও খবর

Sponsered content