বিজ্ঞান ও প্রযুক্তি

হ্যালির ধূমকেতু

হ্যালির ধূমকেতু

হ্যালির ধূমকেতুর অফিশিয়াল নাম 1P/Halley। ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির নামে নামকরণ করা হয় স্বল্প-কালের এই ধূমকেতুর। ১৭০৫ সালে তিনি গণনা করেছিলেন, ১৫৩১, ১৬০৭ এবং ১৬৮২ সালে আকাশে দেখা যাওয়া ধূমকেতু একই ছিল।

তিনি ভবিষ্যদ্বাণী করেন ধূমকেতুটি ১৭৫৮ সালে আবারও ফিরে আসবে।এটি সর্বাধিক উজ্জ্বল, স্বল্প সময়ের জন্য দৃশ্যমান বস্তু। প্রতি ৭৫-৭৬ বছরে একবার তাকে দেখার সুযোগ মিলে থাকে। হ্যালির নামে নামকরণ হওয়ার আগে ধূমকেতুটি নামহীন ছিল।

এটা ২৪০ খ্রিস্টপূর্ব সময় থেকে দেখতে পাওয়া যাচ্ছে নির্দিষ্ট সময় পরপর।১০৬৬ সালে ইংল্যান্ডের নর্মান বিজয়ের সময় দেখা গিয়েছিল। সবশেষ ১৯৮৬ সালে দেখা যায়। সামনে ২০৬১ সালে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।