জাতীয়

উপকূলে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

উপকূলে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

তিউনিসিয়া উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় তারা এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহতদের মধ্যে মাদারীপুরের পাঁচজন ও গোপালগঞ্জের তিনজন রয়েছে।

নিহতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের শেনদিয়া গ্রামের সজল, একই ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মামুন শেখ, কদমবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নয়ন বিশ্বাস, তেলিকান্দি ইউনিয়নের বাজিতপুর নতুন বাজার এলাকার কাজি সজীব, কেশরদিয়া ইউনিয়নের কাবিরাজপুরের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাড়দিয়া ইউনিয়নের রাগদী গ্রামের রিফাত, ফতেহপট্রি ইউনিয়নের দিগনগর গ্রামের রাসেল ও গয়লাকান্দি ইউনিয়নের গঙ্গারামপুর গোহালা গ্রামের ইমরুল কায়েস আপন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকায় চালকসহ ছিলেন ৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন। জীবিতদের মধ্যে বাংলাদেশের ছিলেন ২৭ জন।

আরও খবর

Sponsered content