আন্তর্জাতিক

কেঁপে উঠল জাপান জোড়া ভূমিকম্পে

জাপানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে।জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। তবে এখনও সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দেশটিতে ভূমিকম্প নিয়ে কাজ করা সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। তারপর, দুপুর ৩টা ৭ মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি।

ওই অঞ্চলের মাটির ১০কি.মি. গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরপর দু’টি তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। প্রথমে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উপকূল সংলগ্ন অঞ্চল।

৬.৩ মাত্রার পর ফের ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ওই একই অঞ্চল।জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি ভূমিকম্প একই অঞ্চলের আশেপাশে ২৩.৮ কিলোমিটার এবং ৪০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

২০২৩ সালে বছরজুড়েই ভূ-কম্পন অনুভূত হয়েছে জাপানে। চলতি বছরের ডিসেম্বর মাসের শুরুতেও সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিও, যা দেশটির উত্তর-পূর্বে অবস্থিত।

তবে সেই ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি ঘটেনি। পরপর এমন ভূমিকম্পে প্রমাদ গুনছেন জাপানের নাগরিকরা। কারণ, ২০১১ সালের মার্চ মাসে ১২ বছর আগে, ভূমিকম্পের জেরেই বিপর্যয় নেমে আসে জাপানে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: