আন্তর্জাতিক

রোহিঙ্গা নারীদের চীনের অনুদানে ইউএনএইচসিআরর ধন্যবাদ

রোহিঙ্গা নারীদের চীনের অনুদানে ইউএনএইচসিআরর ধন্যবাদ

রোহিঙ্গা নারীদের চীনের অনুদানে ইউএনএইচসিআর’র ধন্যবাদ রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যবিধি উন্নয়নে চীন দেড় মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মুদ্রা অনুদান হিসেবে দিয়েছে। চীনের এই অনুদানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এই অনুদানের মাধ্যমে ১২ থেকে ৫০ বছর বয়সী ৬০,০০০-এরও বেশি রোহিঙ্গা নারী ও কিশোরী চায়না ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কোঅপারেশন এজেন্সীর মাধ্যমে আগামী ২০২৫ সাল পর্যন্ত সুফল পাবে।

এই অনুদানের আওতায় রোহিঙ্গা নারী ও কিশোরীদের গোসল ও কাপড় ধোয়ার সাবান, এবং বালতিসহ কিছু সামগ্রী নিশ্চিত করা হবে।বুধবার (৬ ডিসেম্বর) ইউএনএইচসিআর এর ঢাকা অফিস থেকে জানান হয়, বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুম্বুল রিজভী বলেন, চীনের তরফ থেকে এই উদার অনুদান এলো এমন এক গুরুত্বপূর্ণ সময়ে, যখন চলমান রোহিঙ্গা সংকটটির সপ্তম বছর চলছে।শরণার্থী নারী ও কিশোরীরা প্রতি বছর ২টি করে হাইজিন কিট পাচ্ছে।

চীনের সহায়তায় ২৫০,০০০-এরও বেশি হাইজিন কিট রোহিঙ্গা নারীদের কাছে পৌঁছে দিবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইউএনএইচসিআর। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে চীন তার দায়িত্ব পালন করছে, এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে। আমরা ভবিষ্যতে ইউএনএইচসিআর-এর আরও কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আশা রাখি। তবে এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান নিহিত রয়েছে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবাসনে।

চীনের দেওয়া অনুদানের আওতায় রোহিঙ্গা নারী ও কিশোরীদের গোসল ও কাপড় ধোয়ার সাবান, এবং বালতিসহ কিছু সামগ্রী নিশ্চিত করা হবে। কক্সবাজারে শরণার্থী ও স্থানীয় বাংলাদেশীদের মধ্য থেকে ২০০-রও বেশি নারী এই হাইজিন কিটগুলোর বাকি জিনিসগুলো তৈরি করবেন। এর মাধ্যমে তাঁরা তাঁদের দক্ষতাকে নিজ জনগোষ্ঠীর কাজে ব্যবহার করতে পারবেন, এবং সীমিত পরিসরে জীবিকামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করার একটি প্রয়াস পাবেন।

ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুম্বুল রিজভী আরো বলেন, “শরণার্থী নারী যাঁরা আমাদের সাথে কথা বলেন তাঁরা এই কিটের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তাঁদের কাছে এটি অতি প্রয়োজনীয়, আর নিজ সমাজের নারীদের মাধ্যমে তৈরি এই সামগ্রীর গুণগত মান নিয়েও তাঁরা সন্তুষ্ট”। ইউএনএইচসিআর বাংলাদেশে নারী ও বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য। রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান মানবিক কর্মকান্ডে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য চীন ও অন্যান্য দেশের মানবিক সাহায্য অতীব জরুরি।

ইউএনএইচসিআর বলছে, ৯৬০,০০০ রোহিঙ্গা শরণার্থী ও ৪৯৫,০০০ স্থানীয় বাংলাদেশী মিলিয়ে মোট প্রায় ১৫ লাখ মানুষের সহায়তায় ২০২৩ সালে প্রায় ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন করেছিল মানবিক সংস্থাগুলো। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুর সময় পর্যন্ত জয়েন্ট রেসপন্স প্ল্যানটি (যৌথ কর্ম পরিকল্পনা) প্রায় ৫০ শতাংশ তহবিল পেয়েছে।

আরও খবর

Sponsered content