15 October 2023 , 4:02:15 প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইচ্ছামতো ছবি, ভিডিও বানানোর হিড়িক পড়েছে। প্রায় প্রতিটি ওয়েবসাইটেই এআই টুল ব্যবহার করা হচ্ছে। ফলে এখন অনেক কাজকেই সহজ করে তুলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।এআই ভিডিও জেনারেটিং টুল সাহায্যে নতুন ভিডিও তৈরি করার পদ্ধতি জেনে নেয়া যাক-
প্রথমে আপনার ব্রাউজারে HeyGen.com খুলুন।পেজের উপরের ডানদিকে আপনি ‘ট্রাই হ্যাগান ফর ফ্রি’ লেখা দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
এরপর কোম্পানি কিছু নিয়ম আপনাকে দেখাবে এবং আপনার কাছ থেকে কিছু অনুমতি চাইবে। এজন্য চেক বক্সে ক্লিক করুন এবং ‘এক্সেপ্ট’ বোতামে ক্লিক করুন।
এখানে আপনার ই-মেইল আইডিও চাওয়া হবে। এরপর আপনার ফটো বা নমুনা ভিডিও আপলোড করুন। সেই ভিডিও নিয়েই এআই টুল নতুন ভিডিও তৈরি করবে, যা আপনি ডাউনলোড করতে পারবেন।
এর সাহায্যে আপনি ছবিও তৈরি করতে পারেন। সেজন্য আপনার ছবি আপলোড করুন। সেই ছবি দিয়ে এআই দুর্দান্ত ছবি তৈরি করে দেবে।
এছাড়া আরও অনেক এআই টুল আছে যেগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন। চাইলে সম্পূর্ণ নতুন আপনার স্ক্রিপ্টে একটি ভিডিও তৈরি করতে পারবেন।