22 December 2025 , 4:34:28 প্রিন্ট সংস্করণ
বাবেশিকফো’র কুষ্টিয়া ও মেহেরপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সকল নাগরিকের শিক্ষায় সমান অধিকার নিশ্চিতকরণে একমাত্র সমাধান জাতীয়করণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো’র কুষ্টিয়া ও মেহেরপুর জেলা এবং উপজেলা শাখার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ হলরুমে এই সভার আয়োজন করে অত্র শিক্ষক সংগঠনের দুই জেলা কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) ও এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো: মাইন উদ্দিন।
অত্র অনুষ্ঠানে সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস এম এম নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।মূখ্য সমন্বয় হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী মহাসচিব মো: জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো’র সিনিয়র সহ সভাপতি আতিক তালুকদার ও যুগ্ন মহাসচিব মোহাম্মদ তোফায়েল সরকার।
কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সেক্রেটারি আব্দুল জব্বারের পরিচালনায় পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক মাসুম বিল্লাহ, টিপু সুলতানা, মতিউর রহমান, রাফিউল ইসলাম রকি, রিয়াজ উদ্দিন, রবিউল আলম, মোহাম্মদ বশির আহমেদ, সাইফুদ্দিন মজনু, রকিবুর রাইহান, রুহুল আমিন মোল্লা,প্রমূখ।
অনুষ্ঠানে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা এবং উপজেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি এস এম এম নুরুজ্জামান। শুরুতে পবিত্র আল কোরআন ও গীতা থেকে পাঠ করা ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এছাড়াও সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় দায়িত্ব পালন করার জন্য ৭জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



