আন্তর্জাতিক

আবারও চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি নিহত ১৫জন

আবারও চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি নিহত ১৫জন

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কেন্দ্রস্থলে একটি বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও জরুরি সেবা বিভাগ।

ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ভবনে বৃহষ্পতিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বন্দুকধারীকে হত্যা করেছে।

পুলিশের দাবি, বন্দুকধারী আগে নিজের বাবাকে হত্যা করেছেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলা চালানো শুরু করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। চেক প্রজাতন্ত্রের ইতিহাসে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

আরও খবর

Sponsered content